মাসখানেক আগেও যেটি ছিল পুকুর, সেটি ভরাট করে রাতারাতি গড়ে তোলা হয়েছে কলাবাগান। আইনে পুকুর ভরাট নিষিদ্ধ হলেও রাজশাহী মহানগরীর দায়রাপাক মোড় এলাকার এ পুকুর হত্যা ঠেকাতে পারেনি প্রশাসন। রাজশাহী শহরের জিরো পয়েন্টে ‘আরডিএ মার্কেট’। কয়েক দশক আগেও সেখানে বড়কুঠি নামে ২ দশমিক ১৩ একরের একটি পুকুর ছিল। অবৈধভাবে পুকুরটি ভরাট করে ভবন বানিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। শহর…