সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

এমপি আনার হত্যাকান্ডের পর বিভক্ত জেলা আওয়ামী লীগ

মহেশপুরে মিন্টুর সমর্থকদের মানববন্ধন

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকা-ের পর দিন যতই যাচ্ছে সরগরম হয়ে উঠছে ঝিনাইদহ। সেখানে আওয়ামী লীগের রাজনীতিতে দেখা দিয়েছে বিভক্ত। দলের নেতা-কর্মীরা কেউ কেউ মিন্টুর মুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা জেলা আওয়ামী লীগের নামে মিন্টুর মুুক্তির দাবিতে পোস্টার সাঁটানোর কাজে ব্যস্ত। কেউ বা রয়েছেন নীরব। মিন্টুপন্থিদের ভয়ে তারা মিন্টুর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। জেলা আওয়ামী লীগের এই সংকটকালীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কোনো দিকনিদর্শনা না দেওয়ায় হতাশ হয়েছেন দায়িত্বশীল নেতারা। জেলা সদরের রাস্তায় রাস্তায় মিন্টুর মুক্তির  দাবিতে

পোস্টার লাগানোয় জেলা আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু আওয়ামী লীগের নামে পোস্টার ছাপানোর তীব্র নিন্দা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে মিন্টুর সমর্থকরা দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে গায়ের জোরে জেলা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু জানান, পোস্টার ছাপানোর ঘটনায় যারা এটা করছে তারা নিজ দায়িত্বে করছে। এর সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পৃৃক্ততা নেই।

মহেশপুরে মিন্টুর সমর্থকদের মানববন্ধন : মহেশপুরে মিন্টুর মুুক্তির দাবিতে তার সমর্র্থকরা মানববন্ধন কর্র্মসূচি পালন করেছেন। গতকাল বিকালে মহেশপুর থানার সামনে রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্র্মীরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর