সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে সুন্দরবনের মধু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে সুন্দরবনের মধু

সুন্দরবনের মধু বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় ও অধিদফতর জানায়, এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসকের আবেদন পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যাদি জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে।  জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাসের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন করা হবে।

জানা যায়, বাগেরহাটের জেলা প্রশাসক সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য ২০১৭ সালের আগস্ট মাসে আবেদন করেন। পরে ওই আবেদন পরীক্ষা শেষে উল্লিখিত বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে অনুরোধ জানায়। ডিপিডিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের মধুর পুষ্টি গুণ বিষয়ে বিএসটিআই একটি পরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে ডিপিডিটিকে পাঠায়। এ ছাড়া চাওয়া অন্যান্য তথ্যাদি না পাওয়ায় ওই বিষয়ে শুনানি গ্রহণ করে বাগেরহাট জেলা প্রশাসনের কাছে তথ্য চাওয়া হয়। আবেদনকারী এ বছরের ২৭ জুন তথ্যাদি পুনরায় দাখিল করে।

এদিকে, সম্প্রতি বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) এক সম্মেলনে সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপর থেকে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। এরই মধ্যে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানায়, নীতি নির্ধারকরা গুরুত্ব দেননি বলেই সুন্দরবনের মধু ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে চরম ক্ষুব্ধ সুন্দরবন থেকে মধু আহরণ ও বিপণনের সঙ্গে জড়িতরা। তবে দ্রুতই এর সমাধানের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। জিআই সনদ নেওয়ার উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক মহলে পণ্যের ব্র্যান্ডিং, যা থাকলে ক্রেতারা সহজে বিশ্বাস করে এটি আসল পণ্য।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর