সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পরীক্ষার্থীদের বোরকা-হিজাবে বাধা কাম্য নয়

-মুফতি রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি রুহুল আমীন বলেছেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের বোরকা ও হিজাব পরিধানে বাধা দেওয়া যাবে না। এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই তা কাম্য নয়। গতকাল এক বিবৃতিতে মুফতি রুহুল আমীন আরও বলেন, গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হিজাব, ওড়না ও বোরকা খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আবহমান কাল থেকে মেয়েরা বোরকা-হিজাব পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে; কখনো কোনো সমস্যা হয়নি। হঠাৎ মুকসুদপুরের ঘটনা বোধগম্য নয়। এরা পর্দার সঙ্গে কটাক্ষ করে ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়ে পরীক্ষা চলাকালীন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় কি না এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের গভীর নজর রাখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর