সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফিলিপাইনে ড. ইউনূসের থ্রি জিরো ক্লাবের কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে ফিলিপাইনে একাডেমিয়া ডায়ালগ এবং থ্রি জিরো ক্লাবের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুন ম্যানিলার এশিয়া প্যাসিফিক কলেজে ইউনূস সেন্টার এবং থ্রি জিরো গ্লোবাল সেন্টারের আয়োজনে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনূস সেন্টার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থ্রি-জিরো হলো- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমনের বিশ্ব প্রতিষ্ঠা। ৫৬টি দেশের ৪ হাজারেরও বেশি ক্লাবের অন্তর্ভুক্তিতে থ্রি জিরো ক্লাবের কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে। থ্রি জিরো ক্লাব কনভেনশন সারা বিশ্বের যুবকদের বার্ষিক সম্মিলনের অংশ। থ্রি জিরো ক্লাব কনভেনশনের এবারের লক্ষ্য ছিল সারা বিশ্ব থেকে সব সামাজিক ব্যবসার অনুশীলনকারী, শিক্ষাবিদ, প্রবর্তক এবং সহকর্মীদের একত্রিত করা।

সম্মেলনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থী ও শিক্ষাবিদদেরকে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমনের বিশ্ব অর্জনের চেষ্টা করার দৃষ্টিভঙ্গি বজায় রাখতে এবং বেঁচে থাকার দক্ষতা হিসাবে সামাজিক ব্যবসার দক্ষতাকে আলিঙ্গন করতে উৎসাহিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর