সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রংপুরে জুনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে এবার এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও জুন মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় ১০০ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৪১৮ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে ৫০৩ মিলিমিটার। 

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুই মাসে রংপুর অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে তিস্তাসহ বিভিন্ন নদনদীর পানি একাধিকবার বৃদ্ধি পেয়েছে। এ মাসে মোট ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে।  এর মধ্যে ১৯ জুন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর