সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

লালনভক্তের ঘর ভাঙচুর-মারধর মানবাধিকার লঙ্ঘন, ব্যবস্থা নিতে ডিসি-এসপিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

মসজিদে মাইকিং করে লালনভক্ত ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙচুর এবং প্রতিবাদ করায় তাকে মারধরের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়েছে সংস্থাটি।

গতকাল কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রাহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুন গণমাধ্যমে প্রকাশিত ‘মসজিদে মাইকিং করে লালনভক্ত বৃদ্ধার ঘর ভাঙচুরের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এলে কমিশন এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়ার এ ঘটনায় জেলার সদর থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের সর্বশেষ অগ্রগতি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে কমিশনকে জানাতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে বলা হয়েছে। পুলিশ সুপারকে দেওয়া আদেশের অনুলিপি কুষ্টিয়ার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর