সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জাদুঘরে মাস্টার দা সূর্যসেন ও অধ্যাপক কবীর চৌধুরীকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

বিপ্লবী মাস্টার দা সূর্যসেনকে স্মরণ করল জাতীয় জাদুঘর। গতকাল জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বিপ্লবী মাস্টার দা সূর্যসেন ও তার দেশপ্রেম’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আবদুর রাজ্জাক। জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচক ছিলেন গবেষক ও লেখক অনুপম হায়াৎ।

মূল প্রবন্ধ ও আলোচনায় বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের দেশপ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করে বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে যেসব বাঙালি তরুণ মৃত্যুভয়কে তুচ্ছ করে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিপ্লবী মহানায়ক নেতা সংগ্রামী মাস্টার দা সূর্যসেন। মাস্টার দার ইতিহাস সংগ্রামের ইতিহাস। পরাধীনতা থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি ছিল মাস্টার দার অন্যতম লক্ষ্য। তিনি মূলত শিক্ষকতা পেশায় এসেছিলেন তরুণ শিক্ষার্থীদের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করতে এবং দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে ব্রিটিশদের এ দেশ থেকে বিতাড়িত করতে। অবিভক্ত বাংলার মুক্তির বিপ্লবের ইতিহাসে আজও তিনি মৃত্যুঞ্জয়ী বীর। সূর্যসেনের আরেক সহযোদ্ধা ছিলেন বিপ্লবীকন্যা প্রীতিলতা। বিপ্লবী বীর মাস্টার দা সূর্যসেন স্বাধীনচেতা এ দেশের জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর