মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাজশাহীর আমে বিশ্বমাত

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীর আমে বিশ্বমাত

দেশের চাহিদা মিটিয়ে গত পাঁচ বছর থেকে বিদেশে যাচ্ছে আম। প্রথমে রাজশাহীর বাঘা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। পরের বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকেও বিদেশে যাচ্ছে আম। বাঘা উপজেলার আম ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া রপ্তানি করা হয়েছিল। করোনার দুই মৌসুম ছাড়া প্রতি বছরই বিদেশে যাচ্ছে রাজশাহীর আম।

রাজশাহীর বাঘা উপজেলা থেকে ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর মাধ্যমে চাষ করা আমের প্রথম চালান ৪ জুন ইউরোপের উদ্দেশে পাঠানো হয়েছে। এই চালানে মোট দুই টন ক্ষীরশাপাতি আম পাঠানো হয়েছে। এর মধ্যে এক টন গেছে ফ্রান্সে এবং এক টন আম গেছে লন্ডনে। শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের পক্ষ থেকে এই আম পাঠানো হয়েছে। জানা যায়, হটেক্স ফাউন্ডেশন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে এ আম রপ্তানির কাজ শুরু করা হয়েছিল। কলিগ্রামের আমচাষি (লিড ফার্মার) আশরাফুদৌলা, আড়পাড়া গ্রামের মহসীন আলী বলেন, গত চার বছর থেকে দেশের বাইরে যাচ্ছে রাজশাহীর আম। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। ২২ জুন বিকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দ্রবোনা গ্রামের রফিকুল ইসলামের বাগান থেকে মৌসুমের প্রথমবারের মতো ৬০০ কেজি হাঁড়িভাঙা আম সুইডেনে রপ্তানি করা হয়। কৃষি বিভাগ সূত্র জানায়, কৃষক রফিকুলের বাগান থেকে ৬০০ কেজি হাঁড়িভাঙা আম সুইডেন পাঠানোর মধ্য দিয়ে চলতি মৌসুমের প্রথম চালান চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিদেশে পাঠানো হলো। আমচাষি রফিকুল ইসলাম বলেন, গত বছর ইউরোপের কয়েকটি দেশে আম রপ্তানি করেছি। এবার সুইডেনে ৬০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠানোর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। এ বছর সুইডেন ছাড়াও রাশিয়া, ইংল্যান্ড, ইতালি, সৌদি আরবে আম পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলতি বছর নওগাঁ থেকে ৫ টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর