মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মৌসুমে চলছে ‘স্পেশাল ম্যাঙ্গো ট্রেন’

আম চাষিদের সহায়তা করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হয়েছে স্পেশাল ম্যাঙ্গো ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি চালু হয়ে রাজশাহীর ওপর দিয়ে আরও কয়েকটি স্টেশনে থেকে ঢাকায় গিয়ে থামে। পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন বলেন, ‘প্রক্রিয়াটি নতুন বলে এখনো সেভাবে আমরা চাষিদের কাছ থেকে সাড়া পাইনি। চেষ্টা করছি বিভিন্ন হাটে গিয়ে তাদের সঙ্গে কথা বলে প্রচার-প্রচারণা চালাতে।’ তিনি বলেন, ‘ট্রেনে ভাড়া কম নেওয়া হচ্ছে। আবার ক্যারেটপ্রতি কুলিদের ফিও ২৭ টাকা থেকে কমিয়ে ১০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।’

চারঘাট উপজেলার বুদিরহাট এলাকার আমচাষি নজরুল ইসলাম ও পান্নাপাড়া এলাকার বুলবুল ইসলাম জানান, সরকারের এমন উদ্যোগে সাধারণ আমচাষি ও কৃষকদের অনেক উপকার হচ্ছে। আম পরিবহনের বাড়তি খরচ গুনতে হচ্ছে না তাদের।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর