মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

উৎপাদনে এসেছে আদানির একটি বিদ্যুৎ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক গোলযোগের কারণে তিন দিন বন্ধ থাকার পর ভারতের ঝাড়খন্ড থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ আবার বাংলাদেশে আসা শুরু হয়েছে। ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক ওই কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াট হারে বিদ্যুৎ বাংলাদেশে আসছিল। এর একটি ইউনিটে রক্ষণাবেক্ষণ কাজ চলার মধ্যে শুক্রবার অপর ইউনিটটি বন্ধ হয়ে যায়। আদানি পাওয়ারের একজন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ত্রুটি সারানোর পর গতকাল ভোররাতে এর একটি ইউনিট পুনরায় চালু করা হয়েছে। দুপুর নাগাদ সেখান থেকে ‘ফুল লোডে’ বিদ্যুৎ আসা শুরু করে। সন্ধ্যা ৬টা নাগাদ ৬৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। অপর ইউনিটটি আগামী ৫ জুলাই চালু করার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্লান্টের সার্কুলেটিং ওয়াটার পাম্পের ত্রুটির কারণে তারা কারখানার ইউনিটটি বন্ধ করে দেন। রক্ষণাবেক্ষণের জন্য আদানি পাওয়ারের ৭৪৮ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট গত ২৫ জুন থেকে বন্ধ ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর