মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
বাণিজ্য প্রতিমন্ত্রী

অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে। রপ্তানিবাজার বহুমুখী করতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাণিজ্যিক সম্পর্কে দরকষাকষিতে সক্ষমতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ট্রেড নেগোসিয়েশনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া, জাপান সহযোগিতা করতে আগ্রহী।

এ ছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, পরিকল্পনা সেলের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়াধীন দফতর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর