মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
ইসলামী ঐক্য আন্দোলন

রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহোৎসব বন্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা বলেছেন, দুর্নীতি সর্বস্তরে মহামারির আকার ধারণ করেছে। যা বর্তমানে রাষ্ট্রীয়ভাবে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ এবং ঋণের নামে ব্যাংক লুটপাটের মহোৎসব চলছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার ও বেগম পাড়া গড়ার হিড়িক পড়েছে। এসব বন্ধ করতে হবে। গতকাল রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে শূরার অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাওলানা মো. রফিকুল ইসলাম খান, অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন প্রমুখ।, মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ নাসির, মাওলানা কাজী আবু বকর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের পদ্মা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানি আটকে খরা ও অতি বন্যার সৃষ্ট সমস্যায় বাংলাদেশের করুণ দশা। এমন হাজারো সমস্যায় জর্জরিত দেশ ও দেশবাসীকে রক্ষায় গণসচেতনতা ও গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর