মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শাহরিয়ারের বিরুদ্ধে কর্মসূচি না দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি শাহরিয়ার আলমের বিরুদ্ধে আর কর্মসূচি পালন না করার ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ব্যানারে গতকাল দুপুরে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়- দলীয় প্রধান শেখ হাসিনা শান্ত হতে বলেছেন। তিনি বিষয়টি দেখবেন। সংগঠনের অনুমতি ছাড়া কাউকে আর কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।

গত ২২ জুন রাজশাহীর বাঘায় পৌরসভার সেবা বৃদ্ধি ও কর কমানোর দাবিতে চলা মানববন্ধনে হামলা চালিয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে জখম করা হয়। ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার বাবুল হত্যায় ‘মদতদাতা’ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর থেকে শাহরিয়ার আলমের বিরুদ্ধে মাঠে নানা কর্মসূচি পালন করেন লিটনপন্থিরা।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর