বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আগামী বর্ষার আগেই শুরু হবে তিন নদীর বেড়িবাঁধের কাজ

ফেনী প্রতিনিধি

আগামী বর্ষার আগেই শুরু হবে তিন নদীর বেড়িবাঁধের কাজ

গতকাল ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধভাঙা স্থান পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম - বাংলাদেশ প্রতিদিন

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ইতোমধ্যে সক্ষমতা যাচাই শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে ৮০০ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিবেন ইনশাল্লাহ। গতকাল ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধভাঙা স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, একবার পাহাড়ি ঢলের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরশুরাম এসেছিলেন। এলাকায় পানি থাকায় পরশুরাম বাজরেই তখন জনসভা করতে হয়েছিল। হাজার হাজার জনগণের সামনে প্রধানমন্ত্রী সেদিন ঘোষণা দিয়েছিলেন, মহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের। সেটার কাজও শুরু করা হয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেটি বন্ধ করে দিয়েছে। কাজটি আর এগোয়নি। ইনশাল্লাহ আমরা এখন এ প্রকল্পের কাজ শুরু করেছি। সমীক্ষার কাজ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আশাকরি একনেকে পাঠানো হবে। তারপর কাজ শুরু হবে। কাজ শেষ করতে ৩ বছরের মতো লাগবে। তারপর স্থায়ীভাবে এ সমস্যার সমাধান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর