বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে দেখা দিয়েছে ডেঙ্গু

প্রতিরোধ গড়ে তুলতে হবে : মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেখা দিয়েছে ডেঙ্গু

চট্টগ্রামে দেখা দিয়েছে ডেঙ্গু। গত সোমবার এক দিনেই আক্রান্ত হয়ে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্ষাকাল শুরুর ১৮ দিনের মাথায় দেখা দিয়েছে ডেঙ্গু। মেয়র বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। চিকিৎসকরা বলছেন, সাধারণ জ্বর হলেও ঘরে বসে থাকার সুযোগ নেই। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একই সঙ্গে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০৭ জন। এ পর্যন্ত মোট তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।    

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়েনি। তবে আমরা সব সময় সতর্ক আছি। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালাচ্ছি। তা ছাড়াও হাসপাতালে চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রাখতে হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সে জন্য ওষুধ ছিটানোসহ নানা উদ্যোগ নিয়েছি। তবে এখনো পরিস্থিতি তেমন জটিল পর্যায়ে পৌঁছায়নি। চমেক হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমা বলেন, হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে।

প্রতিরোধ গড়ে তুলতে হবে : মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে করোনার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল দুপুরে চসিকের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম আহমদ, বিআইটিআইডির পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ্, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হোসাইন সরোয়ার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার, ভারপ্রাপ্ত জেলা কীটতত্ত্ববিদ সৈয়দ মো. মঈন উদ্দীন। উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর