বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
কারণ খুঁজছে তদন্ত দল

হালদায় ফের মৃত ডলফিন ও মা মাছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর আজিমের ঘাট এলাকায় একটি মৃত ডলফিন ও মা মাছ জোয়ারের পানিতে ভেসে যেতে দেখা যায়। গত সোমবার রাতে জোয়ারের পানিতে মাছ ও ডলফিন ভেসে যেতে দেখেন হালদা নদীর ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম। তিনি হালদা পাড়ে নিজের হ্যাচারিতে অবস্থান করছিলেন। এ নিয়ে গত ১২ দিনে অন্তত ছয়টি মৃত মা মাছ ও দুটি মৃত ডলফিন হালদা নদীতে ভেসে ওঠে। তবে হালদা নদীতে কেন ঘন ঘন মৃত মাছ ও ডলফিন ভেসে উঠছে তার অনুসন্ধানে মাঠে নেমেছে মৎস্য বিভাগ ও পরিবেশ অধিদফতর। হালদা নদীর ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম বলেন, আমি আজিমের ঘাট এলাকায় ছিলাম। হঠাৎ দেখি একটি মৃত মাছ ও ডলফিন জোয়ারের পানিতে ভেসে আসছে। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় মা মাছ ও ডলফিন উদ্ধার করতে পারিনি। পরে আমি বিষয়টি চবি হালদা রিভার রিসার্চ সেন্টারকে অবহিত করি।

চবি হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, গত সোমবার রাতে আজিমের ঘাট এলাকায় জোয়ারের সময় মৃত ডলফিন ও মাছ ভেসে যেতে দেখেছেন ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর। তিনি আমাকে বিষয়টি অবহিত করেন। তবে মাছটি উদ্ধার করা যায়নি। মাত্র ১২ দিনে এতগুলো মাছ ও ডলফিনের মৃত্যুতে আমরা শঙ্কিত। এখন আমরা মৎস্য বিভাগ ও পরিবেশ অধিদফতরের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর