বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেশে ফিরেছেন ৪০ হাজারের বেশি হাজি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে গতকাল পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে এবার মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। এবারের হজে গিয়ে ৩০ জুন পর্যন্ত ৫৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সে দেশেই দাফন করা হচ্ছে। গতকাল হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে। গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। যা আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এবারে হজে গিয়ে বাংলাদেশি হাজির মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। বুলেটিনে জানানো হয়েছে, হজে গিয়ে মারা যাওয়া ৫৭ জনের মধ্যে পুরুষ ৪৪ এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় চারজন, মিনায়  ছয়জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর