বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যে কোনো এলাকার ভিকটিমকে সেবা দেওয়া হবে

ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

কোনো ভিকটিম যদি ঢাকার বাইরের জেলা থেকে এসে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে সেবা চায়, তাহলে তাকেও সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, শুরু থেকেই বিভাগটি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এই বিভাগের কার্যক্রম শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্য স্থানের নারী ও শিশু ভিকটিমদের সহায়তায়ও কাজ করতে হবে। গতকাল তেজগাঁওয়ে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-কমিশনার হুমায়রা পারভীন এতে সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর