শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাবি স্বাস্থ্যবিমায় ১ কোটি ৮ লাখ টাকার সেবা

ভোগান্তির অভিযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্যবিমা চুক্তি নবায়ন হয়েছে। গত দুই বছরে ১ কোটি ৮ লক্ষাধিক টাকার স্বাস্থ্যবিমা প্রদান করেছে এ কোম্পানি। তবে শিক্ষার্থীদের অভিযোগ, বিমার টাকা পেতে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। বিমা কর্তৃপক্ষ বলছেন, ক্লেইম অসম্পূর্ণ থাকায় কিছুটা সমস্যা হয়েছে। এ ব্যাপারে কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন বলেন, ‘অনেক শিক্ষার্থী যথাযথ সাপোর্টিং ডকুমেন্টস না দিয়েই ক্লেইম করে। যথাযথ ডকুমেন্টস প্রদানের জন্য বারবার বলা হলেও তারা বিলম্ব করলে টাকা পেতেও বিলম্ব হয়। তবে চুক্তি যেহেতু নবায়ন হয়েছে সেহেতু অসম্পূর্ণ ক্লেইম সম্পূর্ণ করলে শিক্ষার্থীদের দাবি পরিশোধ করা হবে। আমরা চুক্তির বাইরে এ সুবিধা দিচ্ছি।’ বিশ্ববিদ্যালয় ও কোম্পানি সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিমার প্রকল্পে ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুলাই পর্যন্ত চুক্তি করে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে বাৎসরিক ২৫০ টাকা প্রদানের মাধ্যমে সব শিক্ষার্থীকে এ চুক্তির আওতায় আনা হয়। মেয়াদ শেষ হওয়ায় ১ জুলাই আরও দুই বছরের জন্য উভয়ের মধ্যে চুক্তির মেয়াদ নবায়ন করা হয়। গত মেয়াদে শিক্ষার্থীদের ২ হাজার ২০০ দাবি পরিশোধ করেছে কোম্পানি।

পরিশোধকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৬৬৬ টাকা পরিশোধ হয়েছে। তবে দুই বছরে শিক্ষার্থীরা ক্লেইম করেছে ৩ হাজার ৫১৫টি। দাবিকৃত অর্থের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৯৭৮ টাকা। এর মধ্যে ৪৫২টি ৪৭ লাখ ৩ হাজার ৬০৫ টাকা পরিশোধ করা হয়নি। এগুলোকে অসম্পূর্ণ ক্লেইম বলছেন বিমা কর্তৃপক্ষ। এ ছাড়া চুক্তির শর্ত বহির্ভূত হওয়ায় শিক্ষার্থীদের ৮৬৩ ক্লেইম বাতিল করা হয়েছে। গত চুক্তিতে কোম্পানিকে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ২৫১ টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর