শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টিতে সবজির দাম লাগামছাড়া

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারগুলোতে লাগামছাড়াভাবে বেড়েছে সবজির দাম। এ জন্য বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর শান্তিনগর, মালিবাগ, রামপুরা, খিলক্ষেতসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে শতক ছাড়িয়েছে পিঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পিঁয়াজ ১০০-১১০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পিঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ভারত থেকে আমদানিও কমে গেছে। ফলে পিঁয়াজের দাম বাড়ছে। রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহে করলা বিক্রি হয়েছে ৬০-৮০ টাকা যা বেড়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায় ও বরবটি ৬০-৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, লতি ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকায়, পেঁপে ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকায়। পটল বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। ঝিঙা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। কচুরমুখী ৯০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, কালো গোল বেগুন ৯০ টাকা। দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৭০-৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তাছাড়া টানা বৃষ্টিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি বাজারে আসতে সময় লাগছে।

মালিবাগ বাজারের সবজি ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, বাজারে যেসব সবজি ২০ মণ আনি, সেগুলো এখন আনছি ৭ মণ।

সর্বশেষ খবর