শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা
রাজশাহী

রাজশাহী আইএইচটি শাখা ছাত্রলীগ সভাপতিসহ ছয় কর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সিট-বাণিজ্য ও এক ছাত্রকে মারধরের অভিযোগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসেনকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। আরও পাঁচ ছাত্রলীগ কর্মীকে ছয় মাসের শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে তিরস্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এই শাস্তি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকালে নোটিস আকারে বিষয়টি প্রকাশ করেছে। ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসেন শাস্তির মেয়াদে ক্যাম্পাসে প্রবেশ ও ছাত্রাবাসে অবস্থান করতে পারবেন না। তার সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আল আমিন হোসেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ডেন্টাল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী মাসুদ পারভেজ, ফারহান হোসেন, একই শিক্ষাবর্ষের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের শাহরিয়ার নাফিজ, পারভেজ মোশারফ ও একই শিক্ষাবর্ষের রেডিওলজি বিভাগের শিক্ষার্থী নিলয় কুমার। তাদের ছয় মাসের জন্য ক্যাম্পাসে প্রবেশ ও ছাত্রাবাসে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আরেক ছাত্রলীগ কর্মী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. সিফাতকে তিরস্কার করা হয়েছে। তাকে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। আইএইচটির অধ্যক্ষ ফারহানা হক বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনের আলোকে একাডেমিক কাউন্সিল সভায় শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর