শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা
জমির স্থায়ী মালিকানা হয়নি ৫০ বছরেও

১৫০২ ছিন্নমূল পরিবার অনিশ্চয়তায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার মুজগুন্নি বাস্তুহারা এলাকায় ১ হাজার ৫০২টি ছিন্নমূল পরিবারের বসবাসের জমি স্থায়ী মালিকানা পায়নি ৫০ বছরেও। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এ এলাকায় প্রায় ৩৩ একর জমি এসব ছিন্নমূল পরিবারকে বসবাসের জন্য দেওয়া হয়। ওই সময় বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে ৭১৪টি ঘর তৈরি করে দেওয়া হয়। পরবর্তীতে বাসিন্দারা আরও ৭৮৮টি ঝুপড়ি ঘর নির্মাণ করেন। কিন্তু দীর্ঘদিনেও জমির স্থায়ী মালিকানা না পেয়ে অনিশ্চয়তায় রয়েছে পরিবারগুলো।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এখানকার সার্বিক পরিস্থিতি দেখতে আজ (শনিবার) বাস্তুহারা এলাকায় আসছেন। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

জানা যায়, ১ হাজার ৫০২টি ঘরে বর্তমানে ৬-৭ হাজার মানুষ বসবাস করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর