শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারে ফের সংঘাত দুই সেনা সদস্যসহ ৩৩ রোহিঙ্গার অনুপ্রবেশ

কক্সবাজার প্রতিনিধি

সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে কাঁপল সীমান্ত উপজেলা টেকনাফ। কখনো দিনে আবার কখনো রাতে শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত আড়াইটার দিকে মিয়ানমার থেকে পালিয়ে দুই সেনা সদস্যসহ ৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। মিয়ানমারের এসব বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাসহ সেন্টমার্টিন। এ অবস্থায় দুজন সেনাসহ ৩৩জন রোহিঙ্গা গভীর রাতে একটা কাঠের বোটে করে সেন্টমার্টিন পশ্চিমপাড়া ঘাটে প্রবেশ করে। মনে হচ্ছে, বোটটি মংডু থেকে ছেড়ে আসছে। তবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর