মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বেপরোয়া যানে বাড়ছে প্রাণহানি

এক মাসে ১৩ মৃত্যু

ইমরান এমি, চট্টগ্রাম

বেপরোয়া যানে বাড়ছে প্রাণহানি

বেপরোয়া গতির যানবাহনে বাড়ছে প্রাণহানি। দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত এক মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন ৩০ জন। সংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, প্রশাসনের নজরদারির অভাবে ঘটছে সড়ক দুর্ঘটনা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সব সময় তৎপর। সরকার নির্ধারণ করে দিয়েছেন- কত গতিতে গাড়ি চালাতে হবে। এ ছাড়া দুর্ঘটনার কারণ নির্ণয় করে দুর্ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি চৌধুরী ফরিদের মতে, অনিয়ন্ত্রিত মোটরসাইকেলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। মৃত্যু হচ্ছে সম্ভাবনাময় তরুণদের। হেলমেট ব্যবহারে জোর দিতে হবে। চালকদের সচেতন হতে হবে। পথচারীদের সতর্কতার সঙ্গে রাস্তা পার হতে হবে।

বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসে ৫ জুলাই পর্যন্ত তিনটি দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন, আহত হয়েছেন একজন। ৪ জুলাই পতেঙ্গা সৈকতের ওয়াকওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিপন নামে এক মোটরসাইকেল চালক। আহত হয়েছে মাইমুন নামে এক শিশু। একই দিন লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সুইচ পার্কের সামনে আয়েশা নামে এক বৃদ্ধাকে চাপা দেয় গ্রিন লাইন পরিবহনের বাস। ২ জুলাই নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন রাশেদ নামে এক যুবক। ৩০ জুন দিবাগত রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় প্রাইভেট কার উল্টে আহত হন চারজন। ২৯ জুন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইল্যান্ডে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। ২৮ জুন নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন নামে তরুণের মৃত্যু হয়। ২৭ জুন পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে গোবিন্দারখীলতে ট্রেনের ধাক্কায় লায়লা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ২০ জুন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সেলফি রোডে গাছের সঙ্গে ধাক্কায় রিয়াদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৮ জুন লোহাগাড়ার আমিরাবাদের তজু মুন্সির গ্যারেজ এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জুবাইর নামে এক যুবক নিহত হয়েছেন। ৬ জুন পাহাড়তলী থানা এলাকার হক্কানি পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর স্কুটি চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান আরিফ ও শারমিন নামে দুই যুবক-যুবতী। ৫ জুন পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান। তার মধ্যে সীতাকুন্ড কদমরসুল এলাকার ঢাকামুখী সড়কে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলাম রিফাত। নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ইদ্রিস মিয়া ও নগরীর ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ২৬ জুন মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার খৈয়াছড়া ঝরনা রোডের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। ৩০ জুন নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় প্রাইভেট কার উল্টে চারজন আহত হয়েছেন। ১৮ জুন রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০ জন। ১৯ জুন সাতকানিয়ার ছদাহা মিঠাদিঘী এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসচালকের সহকারী আহত হলেও যাত্রীরা প্রাণে রক্ষা পান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর