মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
নিউইয়র্কে মির্জা আজম

জামালপুরে উন্নয়নের কৃতিত্ব শেখ হাসিনার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জামালপুরে উন্নয়নের কৃতিত্ব শেখ হাসিনার

নিউইয়র্কে প্রবাসী জামালপুরবাসী প্রদত্ত নাগরিক সংবর্ধনায় মির্জা আজম এমপি বলেছেন, জামালপুরের যে উন্নয়ন হয়েছে, তার মূল ব্যক্তি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উন্নয়নের জন্য কৃতিত্ব তাঁর। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে নিরন্তর কাজের মধ্য দিয়ে সারা বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রায় নিজেকে উদ্ভাসিত করেছেন। ৭ জুলাই রাতে জ্যাকসন হাইটসসংলগ্ন গুলশান টেরেসের মিলনায়তনে এ নাগরিক সংবর্ধনায় তিনি বক্তব্য দেন। মির্জা আজম এ সময় বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পর আমাকে যখন পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তখন প্রথম সপ্তাহেই জামালপুরের অন্য চারজন এমপিকে নিয়ে বৈঠকে মিলিত হই এবং জামালপুরের সামগ্রিক উন্নয়নের একটি রোডম্যাপ তৈরি করি। সে পরিকল্পনাগুলো পাঁচ বছরের মধ্যে সম্পাদনের একটি কর্মসূচিও গ্রহণ করেছিলাম।’সে অনুযায়ী যখন যে কাজের জন্যই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, তখনই সে প্রকল্পের অনুমোদন তিনি দিয়েছেন। তার সুফল হিসেবে শুধু আমার নির্বাচনি এলাকা নয়, সারা জেলার উন্নয়নে কাজের সুযোগ পেয়েছি।’

বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সমাবেশে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। ফরিদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি লিডার সালেহ শফিক গেন্দা, শাহাদৎ হোসেন বাবু, মোর্শেদা জামান, আশরাফুজ্জামান, জিল্লুর রহমান, খন্দকার আবু মুরাদ, সাইদুর রহমান শেলী, অজিৎ ভৌমিক, নাসির ইকবাল, খন্দকার মারুফ, আলমগীর খান আলম, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, মশিউর রহমান জাস্টিস, আবুবকর সিদ্দিক, আবদুস সামাদ আজাদ প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর