মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাজশাহীতে দুর্নীতিবাজকে বরদাশত না করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অর্থ পাচারকারীসহ কোনো দুর্নীতিবাজকে বরদাশত না করার ঘোষণা দেওয়া হয়েছে রাজশাহীর পথসভা থেকে। গতকাল বিকালে নগরীর জিরো পয়েন্টে রাজশাহী শহরের সব পরিবেশ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কয়েকটি সংগঠনের ব্যানারে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেওয়া হয়। পথসভায় বক্তারা বলেন, রাজশাহীতে কোনোক্রমেই দুর্নীতি হতে দেওয়া হবে না। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক, তাকে প্রতিহত করা হবে। টাকা পাচারকারী আর লুটেরাদের হাত থেকে রাজশাহীর মানুষ মুক্ত হতে চায়। এ সময় জানানো হয়, ভূমি অফিসে ড্রয়ার খোলা থাকে, নেসকোর বিদ্যুতের বিল দ্বিগুণ আসে। এসব কেন হয়? এর কোনো প্রতিকার কেন হয় না? এ টাকার ভাগ কারা কারা পায়? আজকে থেকে রাজশাহীর যেখানেই দুর্নীতি হবে, যে দুর্নীতি করবে; রাজশাহীবাসী বলবে, ‘তুই দুর্নীতিবাজ, তুই দুর্নীতিবাজ’।

গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক ও দুর্নীতির বিরুদ্ধে আমরা-এর অন্যতম সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ বলেন, দেশে হঠাৎ করে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। যা গণমাধ্যমে প্রচার পাচ্ছে, তার চেয়ে ভয়াবহ অবস্থা। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাজশাহীর বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে দুর্নীতিবিরোধী একটি প্ল্যাটফরম তৈরি করেছে। উদ্দেশ্য একটাই, আমরা সবাই দুর্নীতিমুক্ত সমাজ চাই। পথসভায় সভাপতিত্ব করেন দুর্নীতির বিরুদ্ধে আমরা’র আহ্বায়ক রাকিন আফসার অর্ণব। পরিচালনা করেন সদস্যসচিব নাদিম সিনহা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর