মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তদন্ত কমিটি গঠন, জনপ্রতি ২৫ হাজার টাকা অনুদান

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে পুলিশ, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, রথযাত্রায় দুর্ঘটনা অনুসন্ধানে সোমবার (গতকাল) তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পাঁচজনের লাশ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এদিকে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়। এরা হলেন বগুড়া সদরের দত্তবাড়ী এলাকার মৃত ক্ষীরোদ চন্দ্রের ছেলে চন্দন দেব (৬৮) ও সদরের পালপাড়ার মৃত পাঁচকড়ি পালের ছেলে রঞ্জন পাল (৫২)। প্রথমে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় আহত ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে শজিমেক হাসপাতালে ২৮ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২২ জন নারী, ছয়জন পুরুষ। এরা সবাই ঝুঁকিমুক্ত। মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এ ছাড়া সকালে বাকিদের রিলিজ দেওয়া হয়েছে।

গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন দুজনকে দেখতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর