বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাস্তার মোড়ে মোড়ে কিশোর গ্যাং

সিলেটে বাড়ছে খুন ছিনতাই চুরি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর রাস্তার মোড়ে মোড়ে কিশোর গ্যাং। এই গ্যাংয়ের সদস্যরা জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই, চুরিতে। তাদের বেপরোয়া আচরণে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দলের নেতারাও কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, নগরীর আম্বরখানা, বড়বাজার, ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, টিবি গেট, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, উপশহর, তেররতন, মাছিমপুর, মেন্দিবাগ, তালতলা, মির্জাজাঙ্গাল, কুয়ারপাড়, লামাবাজার, কানিশাইল, শামীমাবাদ, মদিনামার্কেট, আখালিয়া, সুবিদবাজার, রিকাবিবাজার ও দর্শনদেউড়িসহ বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাস্তার মোড়ে আড্ডা দেয়। ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার মদত থাকায় কেউ তাদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পায় না।

অভিযোগ রয়েছে, চুরি-ছিনতাইয়ের জন্য নগরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওঁতপেতে থাকে। সুযোগ বুঝে পথচারীদের আটকে ছুরি ধরে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত দুই দিনে ছিনতাইর অভিযোগে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। নগরীতে অর্ধশত কিশোর গ্যাং রয়েছে। পাড়া ও এলাকাভিত্তিক চলে তাদের কার্যক্রম।

গত ২৬ জুন নগরের টিলাগড় ও পূর্ব শাপলাবাগে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও যুবলীগ নেতা শমসের আলীর বাসায় হামলা চালায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা। ওই হামলায়ও কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য জড়িত ছিল। এর আগে কিশোর গ্যাংয়ের অন্তর্দ্বন্দ্বে মহানগরীর টিবি গেট, খাদিম ও মেন্দিবাগে তিনটি হত্যার ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যবহার করেন। তাদের বিভিন্ন নেতারা মিছিল-সমাবেশে নিয়ে যান। এরা নগরের বিভিন্ন স্থানে আড্ডা দেয়। কোথাও খারাপ আড্ডার খবর পেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা নগরের বিভিন্ন স্থানে আড্ডা দেয়। কোথাও খারাপ আড্ডার খবর পেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

তাদের চিৎকারে পথচারীরা জড়ো হয়ে এক ছিনতাইকারীকে আটক করলেও দুজন পালিয়ে যায়। পরে ওই ছিনতাইকারীর দেওয়া তথ্যমতে শাহজালাল ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে আরও দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটক তিনজনই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। এর আগের দিন রবিবার ভোরে কাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে ছিনতাইর শিকার হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী। এ ঘটনায়ও পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর