রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আলু পিঁয়াজ যে কোনো দেশ থেকে আমদানি করা যাবে

নিজস্ব প্রতিবেদক

আলু পিঁয়াজ যে কোনো দেশ থেকে আমদানি করা যাবে

আমদানিকারকরা যে কোনো দেশ থেকে আলু ও পিঁয়াজ আমদানি করতে পারবেন উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, পণ্য দুটি আমদানিতে আইপি (ইমপোর্ট পারমিট) দেওয়া হচ্ছে।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ভারী বৃষ্টির কারণে দেশের ১৮ জেলা তলিয়ে গেছে। এতে পণ্য আসতে সমস্যা হচ্ছে, যা সাময়িক। তবে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করা হবে। বৃষ্টি বা বন্যা পরিস্থিতি পুঁজি করে কোনো ব্যবসায়ীকে অসাধুভাবে সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকারের চলতি মেয়াদে গত ছয় মাসে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করতে পারেননি। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছেন চীনের ব্যবসায়ীরা। এ ছাড়া কোরিয়া, সিঙ্গাপুরসহ আরবের দেশগুলোর সঙ্গে বিনিয়োগ বাড়াতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। ভবিষ্যতে ইউরোপসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে রপ্তানি বাণিজ্য বাড়ানো হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাবে ৭৭টি প্রতিষ্ঠান। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রফি তুলে দেবেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আরজেএসসির নিবন্ধক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর