শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাজনৈতিকবিরোধী শক্তি জননেত্রী শেখ হাসিনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই কোটা আন্দোলনে ঢুকেছে। বাংলাদেশের জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা এবং মরণোন্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই জনগণের সঙ্গে ছিল। জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। কোটা আন্দোলনকারীদের ছাত্রদল যখন সমর্থন দেয়, তখনই দেশের মানুষ বুঝতে পেরেছে এর ভিতর অপরাজনীতি ঢুকে পড়েছে। দেশে আর কোনো অপরাজনীতি মাথা চাড়া দিতে পারবে না। তিনি বলেন, আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনীতি সূচক, স্বাস্থ্য সূচকসহ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছি। আমরা মাথাপিছু আয়ে ভারতকে অতিক্রম করেছি। আমি নেতা-কর্মীদের বলব পর পর চারবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে অলস্য এসেছে। কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে। কিছু সুবিধাবাদী ঢুকেছে। আবার কেউ কেউ সুবিধাবাদী হয়েও গেছে। এখান থেকে দলকে রক্ষা করতে হবে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ মজিবর রহমান মজনু এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাহাদারা মান্নান এমপি, ডা. মোস্তফা আলম নান্নু এমপি, খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী এমপি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল মতিন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন প্রমুখ। এর আগে জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর