শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইইউ আইন মেনে চলতে গার্মেন্টের আগাম প্রস্তুতি নিতে হবে : রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেছেন, পরিবেশ রক্ষায় ২০২৬ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে তৈরি পোশাক খাত, গার্মেন্ট ও টেক্সটাইলে ইইউর যে আইন আসছে, তা মেনে চলার জন্য পোশাক শিল্প মালিকদের আগাম প্রস্তুতি নিতে হবে।

গতকাল বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাষ্ট্রদূতসহ ছয় সদস্যের প্রতিনিধি দল নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর ‘ফকির অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। ওই প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, উৎপাদন, শ্রমপরিবেশসহ বিভিন্ন স্থান ঘুরে দেখে পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত চার্লস হুইটলি আরও বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশেরও বেশি তৈরি পোশাক ইউরোপে রপ্তানি হয়।

ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন সরবরাহ ব্যবস্থা আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান আরও উন্নত করবে বলে আশা করি। ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ২০২৬ সালে ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি পোশাক খাতে যে রোডম্যাপ দিয়েছেন তা অনুসরণ করে চলা হচ্ছে। এটা দেখে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। ইইউর রোড ম্যাপ এবং আইন অনুযায়ী চলতে থাকলে বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক সামনে আরও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর