সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রপ্তানি আয় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি আয় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল হা-মীম গ্রুপের পরিচালক সাজিদ আজাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি (গোল্ড) তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অল্প কিছু রপ্তানি পণ্যের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের রপ্তানি বাড়াতে হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। উৎপাদিত পণ্য কীভাবে বহুমুখীকরণ করা যায় এবং নতুন নতুন বাজার খুঁজে বের করা যায় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ৩২টি ক্যাটাগরিতে ৭৭ জন রপ্তানিকারকের মাঝে পুরস্কার প্রদান করেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপীয় দেশগুলোতে ও আমেরিকায় মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। তাদের অর্থনীতি এখন খুব চাপের মুখে আছে। সেক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য, গালফ কান্ট্রি, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং পূর্ব ইউরোপের বিভিন্ন বাজার লক্ষ্য করে রপ্তানি বৃদ্ধি করে আয় বাড়ানোর প্রচেষ্টা চালাতে হবে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। মাঝে মাঝে প্রতিনিধিও পাঠাচ্ছি এসব জায়গায়। প্রধানমন্ত্রী বলেন, এসব দেশের দিকে আরও বেশি নজর দিতে হবে। কারণ, যেসব দেশের সঙ্গে এত দিন আমরা রপ্তানি বাণিজ্য করতাম তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে। সেখানকার অবস্থা হয়তো ওপর দিয়ে বোঝার উপায় নেই কিন্তু সেসব দেশে যারা থাকে তারা জানে। সেজন্যই আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করেন। রপ্তানিতে ২০২১-২২ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি লাভ করেছে হামীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন ও এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম বক্তৃতা করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন স্বাগত বক্তৃতা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি লাভকারী রিফাত গার্মেন্টস লিমিটেডের পরিচালক সাজিদ আজাদ এবং চামড়া ও চামড়াজাত পণ্য বিভাগে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য পিকার্ড বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমৃতা মাকিন ইসলাম স্বর্ণপদক জয়ের অনুভূতি ব্যক্ত করেন।

 

 

সর্বশেষ খবর