শিরোনাম
সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসকরা জেলা শহরে চিকিৎসা না দিলে ব্যবস্থা

স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

চিকিৎসকরা জেলা শহরে চিকিৎসা না দিলে ব্যবস্থা

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসা সেবা দিতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার দরকার, তা না থাকলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন দায়ী থাকবেন। এর আগে তিনি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়াম ভবন উদ্বোধন, কলেজের আয়োজনে অডিটোরিয়ামে মতবিনিময় সভায় মিলিত হন। পরে ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে বিকালে শৈশবের নিজ বিদ্যালয় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

 

সর্বশেষ খবর