মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা গণসংহতি আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। তারা বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ নামধারী হেলমেটবাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। ঢাবিকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে। ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে  শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদেরকে আক্রমণ করেছে; পিটিয়ে রক্তাক্ত করেছে। দেশবাসীকে দেশি-বিদেশি ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহবান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন দেওয়ার আহ্বানও জানান তারা।  বিবৃতিতে বলা হয়- হামলায় আহত শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সদস্য সচিব উমামা ফাতিমাসহ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর