বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পাঁচ কৃষিপণ্যে ২০ হাজার উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পাঁচ কৃষিপণ্যে ২০ হাজার উদ্যোক্তা

দেশের পাঁচটি কৃষিপণ্যের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও রপ্তানির লক্ষ্যে একটি প্রকল্পের আওতায় সারা দেশে ২০ হাজার উদ্যোক্তা তৈরি করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তর। আম, কাঁঠাল, আলু, টম্যাটো ও সুগন্ধি চাল এই পাঁচ ধরনের পণ্য থেকে উদ্যোক্তারা প্রশিক্ষণ গ্রহণের পর তা থেকে উৎপাদিত পণ্য বাজারজাত করবেন। এদের মধ্যে ১২ হাজার নারী ও ৮ হাজার পুরুষ রয়েছেন। উদ্যোক্তাদের ব্যবসা নিশ্চিতে যন্ত্রপাতি ও উপকরণ কেনার জন্য ৭০ শতাংশ অর্থ প্রকল্প থেকে অনুদান পাবেন।

কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড  রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অঙ্গ) এর গৃহীত একটি প্রকল্পের অংশ হিসেবে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত  সোমবার সারা দেশের উদ্যোক্তাদের নিয়ে ওই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থার আয়োজনে রাজধানীর বিএআরসি মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পাঁচ বছর মেয়াদে ৭৬০ কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে ২০০ উপজেলায় ইনপুটে সেবা, পণ্য কালেকশন পয়েন্ট, প্যাকেজিং ওয়াশিং, পরামর্শ সুবিধাসহ পার্টনার ফার্মার্স হাব  তৈরি করা হবে। কৃষিপণ্য সংশ্লিষ্ট বাজার কারবারিদের জন্য ৫০০  স্টেকহোল্ডার অর্গানাইজেশন গঠন, স্টেকহোল্ডারদের সমন্বয়ে মাল্টি  স্টেক হোল্ডার প্ল্যাটফরম গঠন ও পরিচালনা করা হবে। প্রকল্পের আওতায় সারা  দেশে ৮১টি শস্য গুদাম ও ৬০টি পাইকারি বাজার    মেরামত-সংস্কার ও ৬টি অফিস কাম প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে বাজার অবকাঠানো উন্নয়ন করা হবে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ওমর মো. ইমরুল বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষিখাতে তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের অধীন সারা দেশে নারী ও পুরুষদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা উল্লেখিত ৫টি কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি এসব থেকে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজনের সুযোগ পাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর