বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সিলেটে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

সিলেটে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর চাঁদনীঘাট এলাকার ঐতিহাসিক সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ফেডারেশনের নেতৃবৃন্দ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মিছিল থেকে একাত্তরের চেতনাবিরোধী, জয় বাংলা স্লোগানবিরোধী, বাঙালির চেতনাবিরোধী অপশক্তিকে মোকাবিলার কথা তোলা হয়। প্রতিবাদ সমাবেশ থেকে যুদ্ধাপরাধী শক্তি, একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করার ঘোষণা দেওয়া হয়েছে। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, বাংলাদেশ নিত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর