বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোটা বাতিল নয় সংস্কার হওয়া জরুরি : ইনু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি চাই কোটা সংস্কার হোক। কোটা সংস্কারের যে আন্দোলনে ছাত্ররা রাস্তায় নেমেছে আমি মনে করি এটা সমাধানযোগ্য। সরকার তার একটা দায়িত্বশীল প্রতিনিধি দল পাঠিয়ে ছাত্রদের সঙ্গে আলাপ করে, কমিশন গঠন করে কোটা সংস্কারের সমাধানের দিকে যেতে পারে। গতকাল এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, রাজাকার সব সময়ই ঘৃণিত। অতএব কারণ যা-ই হোক, ছাত্ররা আমি রাজাকার আমি রাজাকার স্লোগান না দিয়ে অন্যভাবে প্রতিবাদ করতে পারত। তবু ছাত্ররা যদি ভুল করেও থাকে তাতে অন্য কোনো সংগঠন বা রাজনৈতিক সংগঠন গিয়ে সংঘর্ষ করে রক্তপাত ঘটিয়ে প্রাণনাশের ঘটনা ঘটাক আমি তা চাই না।

তিনি আরও বলেন, ছাত্রদের ওপর গুলি না চলুক। লাঠিচার্জ না হোক। সরকারের পক্ষ থেকে সমাধান সুন্দর হোক। আর যে ছাত্ররা আন্দোলনে নেমেছে তাদের বলতে চাই-এ মুহূর্তে অন্য কোনো নির্দিষ্ট মহল তাদের স্বার্থ উদ্ধারে আপনাদের ব্যবহার করতে পারে, আশা করি সেদিকে সচেতন থাকবেন, নিজেদের ব্যবহার হতে দেবেন না। জয় বাংলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর