বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা
এফবিসিসিআই সেফটি কাউন্সিলের কর্মশালা

দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক তৈরি করবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনায় প্রতি জেলায় প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেসপন্স টিম বা স্বেচ্ছাসেবক তৈরি করতে যাচ্ছে দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সেই সঙ্গে, প্রতিটি জেলা চেম্বারে তৈরি করা হচ্ছে সেফটি সেল। যার মাধ্যমে প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেসপন্স টিম পরিচালিত হবে। স্বেচ্ছাসেবক দল জেলা প্রশাসনের অধীনে দুর্যোগ আইন, এসওডি এবং স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে। গতকাল এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ‘ডিস্ট্রিক্ট চেম্বার অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেসপন্স টিম ম্যানেজমেন্ট গাইডলাইন’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এডিপিসি) সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে এফবিসিসিআই সেফটি কাউন্সিল।

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস কাউন্সিলের (এডিপিসি) টেকনিক্যাল লিড ড. মোনা সি আনন্দ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ রোধ করা যাবে না, তবে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি রাখতে হবে। জরুরি মুহূর্তে বা দুর্যোগের সময় কে কী দায়িত্ব পালন করবে তা আগে থেকেই নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর