শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ ও বেরোবির তদন্ত কমিটি, মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ ও বেরোবির তদন্ত কমিটি, মামলা

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সায়েকুজ্জামান ফারুকীকে প্রধান করা হয়। এ ছাড়াও মঙ্গলবারের ওই সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাজহাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) বিভুতি ভূষণ। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহত ও সংঘাত-সংঘর্ষের ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মতিউর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি গঠন করা হয়। অন্যদিকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিমকে আহ্বায়ক করে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়।

আবু সাঈদের দাফন সম্পন্ন : কোটা আন্দোল?নে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের প্রথম ও দ্বিতীয় জানাজা বুধবার পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবু সাঈদ স্মরণে বেরোবির গেটের নামকরণ : আবু সাঈদকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট ও চত্বরের নতুন নামকরণ করা হয়েছে।

বুধবার বিকালে ক্যাম্পাসে তার গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ নম্বর গেটের নাম পরিবর্তন করে নাম রাখেন শহীদ আবু সাঈদ গেট এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের নাম রাখেন শহীদ আবু সাঈদ চত্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর