শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেশব্যাপী বাজুসের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিদিন ডেস্ক

দেশব্যাপী বাজুসের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল দেশব্যাপী ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পরিচিতি সভা, কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, এদিন গোপালগঞ্জ জেলা বাজুসের নবগঠিত কমিটি শোভাযাত্রা ও পরিচিতি সভা করে। কমিটির সভাপতি মো. নুরুল আহসান হুসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ভক্ত, সহসভাপতি পংকজ বণিক (মন্টু), মহাদেব সরকার, জয়দেব ঘোষ প্রমুখ। পরে সংগঠনের সদস্যরা কেক কেটে ও মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। রাজবাড়ীতে ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপান করা হয়। বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী কাপড় বাজারে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। বাজুস রাজবাড়ী জেলা শাখার সভাপতি জয়দেব কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে বেলা ১১টায় র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির রূপগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এম এম আরাফাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় বিকালে লাখী বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে কোর্ট রোড, কুমারশীল মোড়, হাসপাতাল রোডসহ প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে লাখী বাজারে বাজুসের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কাটা হয়। ময়মনসিংহে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে নগরীর আঠারবাড়ী বিল্ডিং এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাতি ও ঘোড়ার গাড়ি র‌্যালিটিকে ভিন্ন মাত্রা এনে দেয়। খাগড়াছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বাজুস সভাপতি নির্মল দেবনাথ। বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বিকালে টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি মতলুবর রহমান রাতুল। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে পটুয়াখালী শহরের সদর রোডে বাজুসের জেলা কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাজুস নোয়াখালী জেলার শাখার আহ্বায়ক সমীর কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সদস্যসচিব জাহাঙ্গীর আলম বাবলুসহ সদর উপজেলার সদস্যরা। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আহবায়ক ও সদস্যসচিব।

সিলেটে সর্বস্তরের স্বর্ণ ব্যবসায়ীর মধ্যে এদিন ছিল উৎসবের আমেজ। দুপুরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাজুস সিলেট জেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রতন দে’র পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য নীহার কুমার রায়। দিনাজপুরে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনে বাজুসের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা শাখা ছাড়াও বিভিন্ন উপজেলা শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের পাকাপোলসংলগ্ন স্বর্ণপট্টিতে সাতক্ষীরা বাজুসের নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতি কার্যালয় এসে শেষ হয়। চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ বলেছেন, জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকীসহ অলংকারের সঙ্গে মানুষের সোনালি স্মৃতি জড়িত থাকে। বাংলাদেশের জুয়েলারি শিল্প কিছু বছর ধরে দেখছি বহির্বিশ্বের মতো অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প খাতে পরিণত হয়েছে। আমরা প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালে দেখি, জুয়েলারি শিল্পের ওপর তাদের বিভিন্ন রাজ্যের গ্রোথ বাড়ছে। এ শিল্পে দেশি কারিগরদের দক্ষতার সঙ্গে আধুনিক টেকনিক, প্রযুক্তিগুলো কাজে লাগাতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুস চট্টগ্রাম জেলা শাখা শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ওমর হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন বাজুস চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি মৃণালকান্তি ধর, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সুভাষ চন্দ্র ধর। নেত্রকোনায় র‌্যালি, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাজুস জেলা শাখার আয়োজনে নেত্রকোনা ছোট বাজার থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কিছুদূর এগিয়ে বাজুসের কার্যালয়ে শেষ হয়। সিরাজগঞ্জে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দুপুর ১২টায় মুজিব সড়কে রেনেসাঁ ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে রেনেসাঁ ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। রংপুরে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর দেওয়ানবাড়ী রোড কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে নানা আয়োজনে পালন করা হয় ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে সাহেববাজার স্বর্ণপট্টিতে সংগঠনের কার্যালয়ে কাটা হয় কেক। এ সময় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। পিরোজপুরে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁয় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাজুস নওগাঁর জেলা শাখার নেতা-কর্মী ও ব্যবসায়ীরা। পরে একটি র‌্যালি করেন তারা। এরপর শহরে ‘আয়োজন’ নামে একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। মেহেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাজুসের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে মেহেরপুর জুয়েলার্স সমিতির সভাপতি কিশোর পাত্রর নেতৃত্বে র‌্যালি বের করা হয়। মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মাগুরায় কেক কাটা, র‌্যালি ও আলোচনার সভার কর্মসূচি পালন করা হয়। লক্ষ্মীপুরেও বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। যশোরে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় বাজুস যশোর জেলা সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী সঞ্জয় সভাপতিত্ব করেন। কুষ্টিয়ায় র‌্যালি এবং শেষে বাজুস কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। খুলনায় আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজুস খুলনা জেলা সভাপতি সমরেশ সাহা। ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভা করা হয়। বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রাঙামাটিতে কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর