শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

চাকরির অনেক পরীক্ষাও স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র আন্দোলনের কারণে এইচএসসি ও সমমানের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে শিক্ষা বোর্ড। প্রসঙ্গত, চলমান ছাত্র আন্দোলনের কারণে সারা দেশের স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই কারণে গতকালের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। এদিকে ছাত্র আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের পূর্বঘোষিত চাকরির বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি ও এসএমএসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এ তথ্য জানিয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানোর কথা বলা হয়েছে। জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আজকের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ, ঢাকার শুক্রবারের কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং দপ্তরি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনে ছয় ক্যাটাগরির পদে নবম থেকে ১৩তম গ্রেডের আজকের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার পদে গতকালের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শ্রম অধিদপ্তরের আওতাধীন গতকালের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর