শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় জাজেজ কোয়ার্টারে হামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জাজেজ কোয়ার্টারে গতকাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা পাঁচ পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। বেধড়ক মারধর করা হয়েছে জিয়া নামে একজন সার্জেন্টকে। কোটা সংস্কার আন্দোলনকারীরা এ হামলায় জড়িত জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউইতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ১৫ থেকে ২০টি সেলাই দেওয়া হয়েছে। জানা যায়, বগুড়া শহরের সুত্রাপুরে জাজেজ কোয়ার্টারটি অবস্থিত। এখানে যুগ্ম জজ, অ্যাডিশনাল জজ ও সহকারী জজদের বাসভবন রয়েছে। বগুড়ার বিভিন্ন পর্যায়ের কয়েকজন জজও এখানে পরিবার নিয়ে বসবাস করেন। অতিরিক্ত জেলা দায়রা জজ কামরুল ইসলাম খানের বাসভবনের সামনে রাখা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া প্রতিটি বাসভবনের জানালা-দরজা ভাঙচুর এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। বগুড়া প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারকের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়। বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান জানান, সার্জেন্ট জিয়া নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর