মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
বাঞ্ছারামপুরে ক্যাপ্টেন তাজ

স্থাপনা ধ্বংসকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

স্থাপনা ধ্বংসকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান

সরকারি স্থাপনা, জাতীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হামলা ও নাশকতাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতান্ডকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।  ক্যাপ্টেন তাজ বলেন, জনগণের জন্যে সৃষ্ট উন্নয়ন-অগ্রুগতি যারা ধ্বংস করেছে তাদের কোনো ক্ষমা নেই। দুই দিন পরপর এই ধ্বংসযজ্ঞ আর সহ্য করা যায় না। জনগণের স্বার্থেই এই অপশক্তিকে চিরতরে নির্মূল করতে হবে। তিনি বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকান্ডকে শক্ত হাতে দমন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা ধ্বংসাত্মক কর্মকান্ডে সম্পৃক্ত নয়। তাই এর নেপথ্যে কারা ছিল তা ক্ষতিয়ে দেখতে হবে।  ক্যাপ্টেন তাজ বলেন, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হামলা প্রমাণ করে যারা অতীতে উন্নয়ন-অগ্রুগতির পথে বাধা সৃষ্টি করেছে, তারাই আজ আবার সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় কাঁঠাল রেখে খেতে চাইছে। তিনি বলেন, উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের জনগণ। আমরা আশা করছি, ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাদের মেধার বিকাশ ঘটাবে। ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম গতকাল দিনভর বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতান্ডকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা সদরে নেতান্ডকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি সমাপ্ত রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ। , উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

সর্বশেষ খবর