মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বন্যার ধকল কাটেনি, আন্দোলনে দুর্বিষহ জীবনযাত্রা

নজরুল মৃধা, রংপুর

বন্যার ধকল কাটার আগেই আন্দোলন এবং কারফিউতে দুর্বিষহ নদীপারের মানুষের জীবনযাত্রা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছিল নদীপারের মানুষ এ সময় কোটা সংস্কার আন্দোলন এবং কারফিউ জারিতে নদীপারের মানুষের জীবন স্থবির হয়ে পড়ুতে শুরু করেছে। আমনের বীজতলাসহ অন্যান্য ফসল চাষ বাধাগ্রুস্ত হচ্ছে কৃষি উপকরণ না পাওয়ার কারণে। সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। পোনার অভাবে মৎস্যজীবীরাও ঘুরে দাঁড়াতে পারছেন না।  জানা গেছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও  উজানের পাহাড়ি ঢলে রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাঘট, দুধকুমারসহ বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তলিয়ে যায় কোটি টাকার খেতের ফসল। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চর প্লাবিত হয়। হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটিয়েছে। গত সপ্তাহ থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করায় নদীপারের মানুষ যখন ঘুরে দাঁড়াবে ঠিক সেই সময় আন্দোলন ও কারফিউতে নদীপারের মানুষ স্থবির হয়ে পড়েছে। চারার অভাবে তারা ধান রোপণ করতে পারছেন না। পোনার অভাবে মাছ চাষ করতে পারছেন না।  গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লক্ষ্মীটারী, গজঘণ্টা, মর্নেয়া, কাউনিয়া উপজেলার বালাপাড়া,  টেপামধুপুর এবং পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রুস্ত একাধিক চাষির সঙ্গে কথা হলে তারা বলেন, বন্যার ধকলে এমনিতে স্বপ্ন ফিকে হয়ে গেছে। তার ওপর আন্দোলন ও কারফিউতে বিভিন্ন কৃষি উপকরণের অভাবে খেতের ফসল ঠিকমতো পরিচর্যা করতে পারছে না। এ অবস্থা আর কয়েকদিন চলতে থাকলে কোনো ফসলই আবাদ করা সম্ভব হবে না।

 

সর্বশেষ খবর