মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রুহণের দাবি এনপিপির

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির নেতৃত্বে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া কোটা সংস্কারের রায় দ্রুত বাস্তবায়ন এবং সহিংসতাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রুহণের দাবি জানিয়েছেন এনপিপি চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। কোটা সংস্কারে আপিল বিভাগের রায়কে অভিনন্দন জানিয়ে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে হাই কোর্টের রায়কে বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছেন এজন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, আপিল বিভাগ যে রায় দিয়েছেন তা যৌক্তিক ও যুগান্তকারী। দেরিতে হলেও সরকার যে ভূমিকা রেখেছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ। তিনি কোটা আন্দোলনের নামে স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী চক্র সারা দেশে যে অরাজকতা চালিয়েছে এর নিন্দা প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর