মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তাদের আগুনে ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি : আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন আঞ্চলিক অফিসে ভাঙচুর ও আগুন জ¦ালিয়ে এক চতুর্থাংশ গাড়ি ক্ষতিগ্রুস্ত হয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনতিবিলম্বে এসব দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে তিনি এ দাবি করেন।  সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলমসহ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ডিএনসিসি মেয়র বলেন, বিএনপি-জামায়াত ছাত্র আন্দোলনের সুযোগ বেছে নিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাদ যায়নি ঢাকা উত্তর সিটি করপোরেশনও। ১, ৩, ৪, ৫ ও ৬ অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা।  একই সঙ্গে রোড মিডিয়ান, ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজের এক্সেলেটর, এলইডি লাইট স্থাপনা ও অসংখ্য গাছ নিধন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ২০৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

 

সর্বশেষ খবর