বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইন্টারনেট বন্ধ থাকায় তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতে ৪০০ কোটি টাকার ক্ষতি : বেসিস সভাপতি

প্রতিদিন শুধু তথ্যপ্রযুক্তি রপ্তানিতে ক্ষতি ৭০-৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রতিদিন শুধু তথ্যপ্রযুক্তি রপ্তানিতে ক্ষতি ৭০-৮০ কোটি টাকা। গত পাঁচ দিনে এই ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকার বেশি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ।

গতকাল রাজধানীর একটি হোটেলে তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি পরিস্থিতি পর্যালেচনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। বেসিস সভাপতি বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় রপ্তানিমুখী প্রযুক্তি সেবা বিপর্যয়ে পড়েছে। এ অবস্থা চলমান থাকলে এ খাতের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ অবস্থা চলতে থাকলে বিপুলসংখ্যক আইটি প্রফেশনাল চাকরি হারাবে। বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে তুলনামূলক সুবিধাজনক বিকল্প অন্য কোনো দেশ খুঁজবে। কয়েক লাখ আইটি ফ্রিল্যান্সার কাজ হারাবে। এতে সরকারের ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জের মুখে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন বেসিসের জ্যৈষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর