বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সমুদ্র বাণিজ্য ও বন্দর কার্যক্রম অব্যাহত রাখতে সতর্ক নৌবাহিনী

-নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, দেশের অবর্ণনীয় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে সমুদ্র বাণিজ্য ও বন্দর কার্যক্রম অব্যাহত রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নৌবাহিনী। একই সঙ্গে বন্দর, টানেলসহ সরকারি স্থাপনা রক্ষায় আরও কঠোর নজরদারি বাড়ানো হচ্ছে। গতকাল বঙ্গবন্ধু টানেল পরিদর্শনের পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলসহ বন্দরের উচ্চপদস্থ   কর্মকর্তা ও নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনী প্রধান বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কিছু দুষ্কৃতকারী প্রবেশ করে ধ্বংসলীলা চালিয়েছে। এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করতে কাজ করছে সরকার।

এ কাজে সহযোগিতা করছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। এ ধরনের নাশকতামূলক কর্মকান্ড যাতে আগামীতে না হয়, সেজন্য নিজ অবস্থান থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর