বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্রাণ ফিরছে খাতুনগঞ্জে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাণ ফিরছে খাতুনগঞ্জে

কারফিউ শিথিল ও ব্যাংক লেনদেন শুরু হওয়ায় দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জের ফিরছে প্রাণ। চার দিন স্থবির থাকার পর গতকাল (বুধবার) সকাল থেকে ক্রেতারা ভিড় করেছেন খাতুনগঞ্জে। দেশের অন্যতম বৃহৎ এ পাইকার বাজারে ক্রেতাদের আনাগোনা শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘শনিবার থেকে চার দিন খাতুনগঞ্জ ছিল স্থবির। বাজার ছিল ক্রেতা শূন্য। বুধবার ব্যাংক লেনদেন শুরু হওয়ায় এবং কারফিউ শিথিল করায় ক্রেতারা আসতে শুরু করেছে। ক্রয়-বিক্রয়ও হয়েছে। এটা আমাদের জন্য বড়ই খুশির খবর। আশা করছি আগামী সপ্তাহ থেকে খাতুনগঞ্জের বেচা-বিক্রি পুরোদমে শুরু হবে।’ জানা যায়, কোটা সংস্কার আন্দোলন এবং কারফিউ জারির পর টানা চার দিন ক্রেতা শূন্য ছিল চাক্তাই খাতুনগঞ্জ। স্বাভাবিক সময়ে এ বাজারে প্রতিদিন কয়েকশ পণ্যবাহী গাড়ি প্রবেশ করলেও কারফিউ চলাকালীন সময়ে তা নেমে আসে শূন্যের কোটায়। খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জের ব্যবসায়ীদের দাবি- বুধবার থেকে ব্যাংক লেনদেন শুরু হওয়ায় ক্রেতারা আসতে শুরু করেছে বাজারে। বুধবার উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতার উপস্থিতি ছিল বাজারে। ছিল পণ্যবাহী ছোট ট্রাক ও ভ্যানের উল্লেখযোগ্য উপস্থিতি। বন্দর থেকে ভোগ্যপণ্য খালাস হয়ে এসেছে খাতুনগঞ্জে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর